বরিশাল
নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করা হবে : ফরিদ আহম্মেদ
নিজস্ব প্রতিবেদক॥ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ও বরিশাল বিভাগ টিম প্রধান ফরিদ আহম্মেদ বলেন, সরকারের ভিতর কোন জবাব দিহীতা না থাকার কারনে প্রধানমন্ত্রী বাজার নিয়ন্ত্রন করতে পারছে না। এই সরকারের নিলর্জ মন্ত্রীরা দ্রব্যমূল্যের বাজার আজ নিয়ন্ত্রন করতে ব্যার্থ হওয়ায় তাদের অভিলম্বে আমরা পদত্যাগ দাবী করা সহ তেিদর ধিক্কার জানাই।
তিনি অরো বলেন বর্তমান দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রন করে সাধারন মানুষের মাঝে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকার ব্যার্থ হলে আমরা অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী জানাই। এসময় আরো বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্থ মুক্তি সহ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রথমে ৫ বছর পরে আবার ১০ বছর সাজা দেন। অপেক্ষা করেন শেখ হাসিনা সহ তার আত্বিয়-স্বজনরা যে পরিমান দূর্নীতি করেছেন তার জন্য কয়েক বছর সাজা দিলেও শেষ হবে না।
দেশে আওয়ামী লীগ এত চোর-ডাকাত লুঠেরো তৈরী করেছে এখন তারা যেকোন ছায়া ও গাছের পাতা পড়লেও ওরা এখন ভয় পায়। আজ বুধবার (৯ই) মার্চ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে দ্রব্যমূল্যের উধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যতে তিনি একথা বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও মহানগর সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু ও জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনির সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ফজলুল কবির জুয়েল,সাইদুর রহমান মামুন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক জে.এম আমিনুল ইসলাম লিপন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ,জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল। আরো বক্তব্য রাখেন আতাউর রহমান আউয়াল, মতিউর রহমান মিঠু, খান মোঃ আনোয়ার,জাবের আব্দুল্লাহ সাদি প্রমুখ। এর পূর্বে দুপুরের পর থেকে মহানগর ও জেলার দশ উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন।