ঝালকাঠি
নিরক্ষরদের স্বাক্ষর জ্ঞান দিচ্ছে ইয়াস
নিজস্ব প্রতিবেদক ॥ নব্বই বছরেরও বেশি বয়সী হাসান মিয়া জন্ম থেকেই বিষখালী নদী পাড়ের বাসিন্দা। ভাঙনকুলের বাসিন্দা হওয়ায় নদী গর্ভে হারিয়ে গেছে পৈত্রিক ভিটা। শ্রমজীবী পিতার অভাব-অনটনের সংসারে সম্ভব হয়নি পড়ালেখার। ভাগ্যে জোটেনি স্বাক্ষরতার জ্ঞানও।
তাকে আদর্শলিপি বই, খাতা ও কাঠ পেন্সিল দিয়ে নিজ হাতে নাম লিখতে শিখিয়েছে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সদস্যরা। অনাড়ম্বর এক পরিবেশে বৃদ্ধ হাসান, জাকির, সালেহার মতোই প্রায় অর্ধশতাধিক নিরক্ষর ব্যক্তিকে অক্ষর জ্ঞান দানের জন্য শুরু হয়েছে স্বাক্ষরতা কর্মশালা। ঝালকাঠির দক্ষিণ কিস্তাকাঠি আবাসন প্রকল্পে ৩দিন ব্যাপী সাক্ষরতা কর্মশালা বুধবার শুরু হয়েছে।
‘স্বাক্ষর করি, নিজেকে গড়ি’ (সিজন ০২)- এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটি- ইয়াসের আয়োজনে উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কর্মশালা শুরু হয়েছে।
সাক্ষরতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠির সদর উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন ইয়াসের উপদেষ্টা মো. হাসান মাহামুদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছবির হোসেন, আবাসন প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক নান্টু সরদার ও অর্থ সম্পাদক মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাকিল হাওলাদার রনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।
এছাড়াও ইয়াসের সদস্যরা অংশগ্রহণকারীদের হাতে ধরে নিজের নাম লিখতে সহযোগিতা করতে উপস্থিত ছিলেন। সদস্যরা এ থেকে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরে খুবই আনন্দিত।