বরিশাল
নিত্যপণ্যের দাম কমাতে সিপিবির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক॥ সিপিবির কেন্দ্রীয় নেতা নিমাই গাঙ্গুলী জানান, আগামী ২৮ মার্চ সারাদেশে বামজোটের আধাবেলা হরতাল সফল করতে সারাদেশে প্রচারণা চলছে। সাধারণ মানুষ সেই হরতাল পালনে উদ্যোগ নিচ্ছে।
চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটি।
বিক্ষোভ মিছিলটি বুধবার দুপুরে জেলা সিপিবি’র কার্যালয়ের সামনে বের হয়ে শহরের বিভিন্ন হাট-বাজার ঘুরে টাউনক্লাব সড়কে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই গাঙ্গুলী ও মতালেফ মোল্লা।
জেলা সিপিবি’র সভাপতি দীলিপ পাইকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক সভাপতি ডা. তপন বসু, সাধারণ সম্পাদক আব্দুল রহিম মিয়া, সহকারী সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন পান্নাসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ আজ দুবেলা-দুমুঠো ভাত খেতে পারছে না আর সরকার বলছে দেশে উন্নয়ন হচ্ছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের লাগাম টানতে সরকার ব্যর্থ। তাই চাল, ডাল, তেলসহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া।
কমিউনিস্ট পার্টি এমন উন্নয়ন চাই না। আমরা চাই কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পেটে ভাত থাকুক। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম নির্ধারণ করা হোক। না হলে আগামীতে খেটে খাওয়া মানুষদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পার্টির কেন্দ্রীয় নেতা নিমাই গাঙ্গুলী জানান, আগামী ২৮ মার্চ সারাদেশে বামজোটের আধাবেলা হরতাল সফল করতে সারাদেশে প্রচারণা চলছে। সাধারণ মানুষ সেই হরতাল পালনে উদ্যোগ নিচ্ছে। মানববন্ধনে জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।