চরফ্যাশন
নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন, সম্ভাব্য মেম্বার প্রার্থী আঃ জলিল
ভোলা প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ৯ নং চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ডের চর ফারুকী সংলগ্ন ৪ কিলোমিটার রাস্তাটি নিজ ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিলেন চর কচ্ছপিয়া ৫নং ওয়ার্ড আব্দুল মালেকের ছেলে সম্ভাব্য মেম্বার প্রার্থী আঃ জলিল। এর আগেও তিনি দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ডের চর কচ্ছপিয়া ২ টি টিউবওয়েল দিয়েছেন এবং ৫ নং উত্তর মাথা থেকে ২ কিলিমিটার রাস্তা মেরামত করে দিয়েছিলেন।
ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখনো উন্নয়ন হয়নি দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ডের চর ফারুকির এই রাস্তাটির। গ্রাম থেকে বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিলো স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে।
দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আঃ জলিল বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। এবং আমি যেন জনগণের পাশে থেকে উন্নয়ন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, সড়কের ব্যাপারে কেউ অভিযোগ করে নাই অভিযোগ পেলে সংশ্লিষ্ট দফতরে তথ্য পাঠানো হবে। তবে কেউ যদি নিজ ইচ্ছায় সাময়িক সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। উল্লেখ্য, এ রাস্তাটি দিয়ে বাজার মুখি মানুষ আসা যাওয়া করে। রাস্তাটি দিয়ে ওই এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টে সীমা থাকে না। এ রাস্তায় চলাচলের বাঁধা একটাই এর বেহাল দশা। রাস্তাটি পাকা হলে এ এলাকার মানুষের কষ্ট দূর হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।