আমতলি
নিজের টাকায় সড়ক সংস্কার করলেন আমতলীর ইউএনও
নিজস্ব প্রতিবেদক ॥ নিজ উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যায়ে চলাচলের অনুপযোগী আমতলী-তালতলী সড়কের আরডাঙ্গাশিয়া বাজারের ৫শ’ মিটার সড়ক সংস্কার করলেন আমতলীর ইউএনও মো. আছাদুজ্জামান। জানা গেছে, গত ১ বছর ধরে আমতলী-তালতলী সড়কের বেহাল দশা। মানিক ঝুরি থেকে কচুপাত্রা বাজার পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক খানা খন্দে ভরা। এই সড়কের আরপাঙ্গাশিয়া বাজার নামক স্থানের অবস্থা খুব খারাপ। এখান দিয়ে যান বাহন চলাচলতো দূরের কথা মানুষের পায়ে হেঁটেও চলাচল দায়। স্থানীয় সড়ক বিভাগ ও এলজিইডি কোন বিভাগই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি। এ নিয়ে ৬ আগস্ট একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে আমতলীতে সদ্য যোগ দেয়া ইউএনও মো. আছাদুজানের। তিনি নিজ উদ্যোগে গত মঙ্গলবার সকাল থেকে ১৬ জন শ্রমিক নিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু করেন। নিজের প্রায় লকাধিক টাকায় কেনা খোয়া আর বালু ফেলে সড়কের গর্তগুলো ভড়াট শুরু করেন।