বরগুনা
নিখোঁজের তিনদিন পর বামনায় কলেজ ক্লার্কের লাশ নালা থেকে উদ্ধার, ভাগ্নেসহ আটক দুই
মোঃ ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিবেদক।। নিখোঁজের তিনদিন পর বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা কলেজের অফিস সহকারী (ক্লার্ক) গোলাম মোস্তফার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে বামনা থানা পুলিশ এ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হিসেবে নিহতের ভাগ্নে মিজানুর রহমান (৩৫) পিতা-হাজী জব্বার হাওলাদার ও নাসির উদ্দিন (৩৪) পিতা- মতি সরকার কে আটক করেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আবদুর রহিম জোমাদ্দারের ছেলে গোলাম মোস্তফা (৫৭) কে ডৌয়াতলা চৌকিদার বাড়ীর পেছনের হোতাখালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশের মাথায় ও মুখমন্ডলে নয়টি ধারালো অস্ত্রের আঘাত ও বিবস্ত্র অবস্থায় পাওয়া। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জেড় ধরে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে। নিহতের পরিবার থকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, স্থানীয় মারফর খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরাতল রিপোর্টের তার মাথায় একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাতসপাতাল মর্গে পাঠানো হয়েছে তবে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগ্নে মিজানুর রহমান ও নাসির উদ্দিন কে আটক করা হয়েছে।