পিরোজপুর
নারী নির্যাতন প্রতিরোধে স্বরূপকাঠিতে রূপান্তরের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে রূপান্তরের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফেরিঘাট সড়কে ঘন্টাব্যাপি এক মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক,জনপ্রতিনিধি,নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেয়। পরে স্বরূপকাঠি পৌরসভা মিলনায়তনে রূপান্তরের প্লাটফর্মের
সিনিয়র সদস্য মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব হযরত আলী হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল আজম, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, মো. রফিকুল ইসলাম, তাপস কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ,
নারী নেত্রী মিরা রানী চৌধুরী, নিলুফা ইয়াসমিন ও ক্ষনা আইচ সরকার, সাংবাদিক পৌর কাউন্সিলর মাহমুদা হাসি, সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক রুহুল আমীন, ইউপি সদস্যা নাসিমা বেগম, সুজাতা মজুমদার, প্রমুখ।