জাতীয়
নারীর হিজাব, পুরুষের টাকনুর ওপর
রিপোর্ট দেশজনপদ।। কার্যালয়ে মুসলমান কর্মীদের জন্য পোশাক নির্দিষ্ট করে দিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউট। আদেশে মুসলমান নারী কর্মীদের হিজাব ও গোড়ালির নিচে এবং পুরুষ কর্মীদের গোড়ালির উপরে কাপড় পরার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। বুধবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন মোবাইল সাইলেন্ট/ বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো’।
বাংলাদেশেকখনো কোনো সরকারি অফিসে এই ধরনের পোশাকের বাধ্যবাধকতা আগে আরোপ হয়নি। সরকারি চাকরি আইন-২০১৮-এ কর্মচারীদের পোশাক কী হবে, সে বিষয়ে কিছু বলা নেই। যদিও ২০১০ সালের ২৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, কাউকে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। এতে বলা হয়, কাউকে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা হলে তা অসদাচরণ বলে গণ্য হবে। এবং কেউ এটি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান জানান, আইনশৃঙ্খলা বাহিনী, কাস্টমস বা ডেকসো ইত্যাদি ইউনিফর্ম-নির্ভর প্রতিষ্ঠান ছাড়া কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের বিশেষ কোনো পোশাক পরিধানের নির্দেশ দিতে পারে না।