ঝালকাঠি
নলছিটিতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে দুই কেজি গাঁজাসহ শাহজাহান মোল্লা নামে (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার তৌকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাহজাহান মোল্লা পাওতা গ্রামের মৃত আবদুর রব মোল্লার ছেলে।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তৌকাঠি গ্রামে অভিযান চালায়।
এ সময় স্থানীয় একটি কালভার্টে বাজারের ব্যাগ ভর্তি দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক এইচ এম বাশার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।