ঝালকাঠি
নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার
নিজেস্ব প্রতিবেদক :: ঝালকাঠির নলছিটিতে সোলায়মান হোসেন সোহাগ মোল্লা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সোহাগের বাবা মো. মোস্তফা মোল্লার অভিযোগ, পরিবারের কারো সঙ্গে তার মনমালিন্য হয়নি। কারো প্রতি কোনো অভিমানও ছিলনা তার। বৃহস্পতিবার রাতে কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। নলছিটি থানার ওসি (তদন্ত ) আ. হালিম তালুকদার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির মর্গে পাঠিয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’