নলছিটি
নলছিটিতে মাছ ধরাকে কেন্দ্র করে যুবকের ৫টি দাঁত ভাঙল প্রতিপক্ষ
নিজস্ব প্রতিবেদক : পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঝালকাঠির নলছিটিতে আবুল হাওলাদার (৪০) নামে এক যুবককে মারধর করে পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। একই বাড়ির প্রতিপক্ষদের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মগড় ইউনিয়নের খাওক্ষীর গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই লিটন হাওলাদার নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার সকালে (৩০ এপ্রিল) নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্র জানা গেছে, একই বাড়ির সোহেল হাওলাদার, ইউসুফ আলী হাওলাদার, মোবাক্কের হাওলাদার, নাসির খান, রুস্তুম খান ও শামিম খানের সঙ্গে আবুল হাওলাদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আবুল হাওলাদারকে মারধর করে তার পাঁচটি দাঁত ভেঙে দেয় প্রতিপক্ষরা। এ সময় তকে রক্ষা করতে গেলে অভিযোগের বাদী লিটন হাওলাদারসহ অন্যান্যদেরকে মারধর করে আহত করে তারা।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, ‘আবুল হাওলাদার ও তার ভাইরা আমাদেরকে তারা ইট মেরেছে। আমরাও তাদের ইট মেরেছি। হয়তোবা ওই ইট গিয়ে তার গায়ে লাগতে পারে আমরা দেখিনি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।