ঝালকাঠি
নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে মেহেরাব চৌধুরী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে নলছিটি পৌরসভার সারদল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেরাব চৌধুরী ওই এলাকার বাসিন্দা মাহবুব চৌধুরীর ছেলে।
স্বজনরা জানায়, মেহেরাব সকালে খেলতে গিয়ে বাড়ির পেছনের খালে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে খালের মধ্যে মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।