ঝালকাঠি
নলছিটিতে চোরাই গরুসহ ২ চোর আটক
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের একজনকে উপজেলা শহরের শহীদ মিনার এলাকা ও অপরজনকে বারইকরন এলাকা থেকে আটক করা হয়।
রোববার (৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, নলছিটি উপজেলার বারইকরন গ্রামের হোসাইন আলি মালের ছেলে মো. হায়দার আলী মাল (৫২) ও সূর্যপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে মো. আনিছুর রহমান হাওলাদার (৩৩)।
এরআগে গরুর মালিক উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের রুপচন্দ্রপুর এলাকার দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে জুয়েল তালুকদার বাদি হয়ে শনিবার রাতে নলছিটি থানায় একটি মামলা দায়ের করছেন।
রোববার বিকেলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়েল তালুকদারের দায়ের করা মামলায় হায়দার আলী মাল ও আনিছুর রহমান হাওলাদারকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাস খাওয়ানোর জন্য গত শুক্রবার সকাল ১০টায় দিকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে সুগন্ধা নদীর বাঁধের ওপর নিজের ৪টি গরু বেঁধে রাখেন জুয়েল তালুকদার। ওইদিন দুপুর ১২টার দিকে গরু আনতে গিয়ে তিনি ৩টি গরু দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের মাধ্যমে একটি লাল রঙের গরু ট্রলারযোগে নদী পার করে বারইকরন এলাকার দিকে নিয়ে যাওয়ার কথা জানতে পারেন। অনেক খোঁজখুঁজি করেও চুরি হওয়া গরুটি না পেয়ে রাতে নলছিটি থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর শনিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ উপজেলা শহরের শহীদ মিনারের সামনে থেকে চোরাই গরুসহ আনিছুর রহমান হাওলাদারকে আটক করে। পরবর্তীতে আনিছুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে বারইকরন থেকে হায়দার আলি মালকে আটক করে পুলিশ। এসময় তার গরু বিক্রির নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গরু চুরি ও বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। ঝালকাঠির এক কসাই গরু চুরিতে সহযোগিতা করছেন বলে তারা জানিয়েছেন। আটককৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।