নলছিটি
নলছিটিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে গাজাসহ রাসেল তালুকদার’কে আটক করেছে নলছিটি থানা পুলিশ। মঙ্গলবার (১৪ মে) নলছিটির পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল তালুকদার নলছিটি পৌর এলাকার ইউনুস তালুকদারের ছেলে।
নলছিটি থানার (ওসি) মো. মুরাদ আলী জানান, এসআই মো. শহিদুল ইসলামসহ একাধিক পুলিশের সদস্য তাকে পৌর এলাকা থেকে আটক করে। এসময় তার কাছে ১ কেজি ২০০ গ্রাম গাজা পাওয়া যায়। নলছিটি থানার (ওসি) মো. মুরাদ আলী অরো জানান, তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এর সাথে জরিত কাউকেই ছাড় দেয়া হবে না।