ঝালকাঠি
নলছিটিতে ইটভাটার ম্যানেজারকে ৫ লাখ টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকার থ্রি স্টার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযাননের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনে ১৪ ধারায় থ্রি স্টার ইটভাটার ম্যানেজার আব্দুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় নলছিটি উপজেলার ‘দোয়াত কলম’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থক সাইফুল ইসলাম বাচ্চুকে ১০ হাজার টাকা ও ‘মোটরসাইকেল’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন খান সেলিমের সমর্থক মনিরুজ্জামান বিপ্লবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।