ঝালকাঠি
নলছিটিতে ইটবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে ইটবোঝাই ডাইসু গাড়ি উল্টে মো. নয়ন (১৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নলছিটি-হদুয়া সড়কের ভাড়ানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন সরমহল এলাকার একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করত। দেড় বছর বয়সে বাবার মৃত্যুর পরে মা তাকে ফেলে চলে যায়। সেই থেকে উপজেলার সরমহল গ্রামের মতিউর রহমান সরদার তাকে লালন পালন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরমহল গ্রামের সরদার ব্রিকস থেকে একটি ডাইসু গাড়িতে ইটবোঝাই করে হদুয়া যাচ্ছিল চালক মো. জহির। হেলপার হিসেবে ইটভাটার শ্রমিক নয়নকে সে সঙ্গে নিয়ে যায়। ডাইসু গাড়িটি ভাড়ানি এলাকায় গেলে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে উল্টে পড়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা নয়ন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, নয়নের বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।