ঝালকাঠি
নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন, দু’জনের জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার এ জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত দু’জন হলেন-নলছিটি দপদপিয়া ইউনিয়নের আবদুল রশিদ রাঢ়ীর ছেলে লোকমান হোসেন রুবেল (৩৫) ও পৌরসভার অনুরাগ এলাকার মোজ্জামেল হক (৫৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জাহান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ (গ) ধারায় ওই দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।