লিড
নদী রক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ॥পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, দেশের নদী ও খালসমুহ রক্ষায় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু ভাটির দেশের নদীতো ভাঙছেই এবং ভাঙবেই। এই প্রাকৃতিক দুর্যোগতো মানুষের পক্ষে রোধ করা সম্ভব না। কিন্তু সরকার তথা পানিসম্পদ মন্ত্রণালয় তারপরেও একের পর এক উদ্যোগ গ্রহণ করছে এবং বাস্তবায়নও করে চলছে। সর্বশেষ ভাঙন রোধ করে নদীগুলোর প্রবাহমান গতি ধরে রাখতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার চারপাশের নদীসমূহ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বুড়িগঙ্গা, টুঙ্গি, তুরাগ, বালু, শীতালক্ষা ও ধলেশ্বরী নদীর ১১০ কিলোমিটার পথ স্পিডবোর্টযোগে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন- নদী রক্ষায় আওয়ামী লীগ তথা তার সরকারের আন্তরিকতার কোন অভাব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাঙনকবলিত মানুষের দুদর্শার খবর রাখেন এবং তাদের নিয়ে ভাবেন। মূলত তার নির্দেশনার আলোকেই দেশের নদীসমূহ রক্ষাসহ ভাঙনরোধে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নদীতীরবর্তী মানুষের দু:খ দুর্দশা যেমন কেটে যাবে, তেমনি নদীগুলো ফিরে পারে তাদের স্বাভাবিক গতিপথ। এসময় প্রতিমন্ত্রীর সাথে পরিদর্শনে অংশ নেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল ইসলাম, সেন্ট্রাল জোনের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সরকার, নির্বাহী প্রকৌশলী ১ রাশেদুল কবির এবং প্রকৌশলী ২ দেওয়ান আইনুল হক।