জাতীয়
নদী ভাঙ্গনের কবলে কীর্তনখোলা তীরের বাসিন্দারা
নিজস্ব প্রতিবেদক ॥ মানচিত্র হতে বদলে যাচ্ছে নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন‘র চিত্র। নদী ভাঙ্গনের কবলে কীর্তনখোলা তীরের বাসিন্দারা। সম্প্রতি দপদপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় ভাঙ্গন শুরু হয়। কয়েক সপ্তাহের ব্যবধানে ৫০টির ও অধিক বাড়িঘর কীর্তন খোলা গ্রাসে বিলিন হয়েছে। প্রায় দেড় কিলোমিটার এলাকায় নদীগর্ভে চলে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে শতবছরের ঐতিহ্যবাহি খানবাড়ি সহ অনেক পরিবার।
এর মধ্যে অনেকেই ভিটেমাটি হারিয়ে পথে বসেছে। কতক নদী ভাঙ্গনী জমি জমা কিনে অন্যত্র বসবাস শুরু করলেও অনেকে আশ্রয়স্থল হয়েছে বস্তিতে। আবার অনেকের মাথাগোজার ঠাই হয়নি এখনও। ‘‘নিচে আল্লাহর জমিন মাথার উপরে আকাশ’’ এভাবেই বললেন ৭০ বছর বয়স্ক অসহায় মমতাজ বেগম ও হাওয়া বেগম। মাথাগোজার কোন ঠাই হয়নি তাদের। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বিমল শীল বলেন, শেষ ভরসাটুকু হারিয়ে পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করছি খোজ নেয়নি কোন জনপ্রতিনিধি।
ক্ষতিগ্রস্থ ফারুক রাঢ়ি বলেন, নদী ভাঙ্গন রোধে সরকারী কোন পদক্ষেপ না থাকায় আমাদের মত অনেকেই আজ সহায় সম্বল হারা। এভাবে দিলিপ চন্দ্র শীল, অমল শীল, নুরুল ইসলাম, লিটন খান সহ অনেকই বলেন, এখনই নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন না করা হলে আমাদের মত পুরো এলাকাই নদী গর্ভে চলে যাবে। এলাকাবাসী কীর্তনখোলার করাল গ্রাস হতে রক্ষা পেতে সরকারী পদক্ষেপের দাবী জানিয়েছে।