বরিশাল সদর
আতংকিত এলাকাবাসি
নগরীর বটতলা এলাকায় তুলার দোকানে ভয়াবহ অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীর বটতলা মসজিদের পাশে একটি তুলার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ২৮ এপ্রিল রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় প্রত্যাক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বটতলা চৌরাস্তার মোড়ে স্থানীয় ব্যবসায়ী হাবিব খলিফার তুলার দোকানে রাত সোয়া ১১ টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত দেখতে পায় আশে পাশের কয়েকজন দোকানদার। তাৎক্ষনিকভাবে বাহির থেকে আগুন নেভানোর চেষ্টা করে তারা। কিন্তু আগুনের ব্যাপকতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আঘাঘন্টা চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে দোকান মালিক হাবিব খলিফা বলেন, গতকাল রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিছুক্ষন পরই মোবাইলে জানানো হয় যে, দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌছালে আগুনের দৃশ্য দেখতে পাই। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হলেও দোকানের সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, তার দোকানে প্রায় ২ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে। তিনি ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে আগুনের ভয়াবহতা দেখে বাসা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে এলাকাবাসী। বরিশাল ফায়ার সার্ভিসের জেলা প্রধান মমতাজ উদ্দিন জানান, আগুনে দোকানের কোন মালামল রক্ষা করা সম্ভব হয়নি। তিনি জানান, আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমান এবং সূত্রপাত এখনই বলা যাচ্ছে না।
আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশের কর্মকর্তারা। তারাও প্রায় ৪/৫ টিম ফায়ার সার্ভিসকে সহযোগীতা করেছে বলে নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম। তিনি আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে লেপ তোষকের দোকান সহ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ।