বরিশাল
নগরীতে হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মানসিক হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক ॥ মানষিক রোগের চিকিৎসায় দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা সেবা কেন্দ্র নির্মিত হচ্ছে নগরীতে। পাবনার পর নগরীতে নির্মাণ করা হবে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। ওই হাসপাতালের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি গতকাল রোববার নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। নগরীর ২৬ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত জমিতে দেশের দ্বিতীয় বৃহত্তম এই মানষিক হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র।
পানিসম্পদ প্রতিমন্ত্রী হাসপাতালটি তৈরির জন্য স্থান পরিদর্শন শেষে সার্বিক তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করবেন বলে জানা গেছে। মন্ত্রণালয় থেকে বিশেষ দল স্থান পরিদর্শন শেষে এই হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ।