বরিশাল সদর
নগরীতে মাদক দিয়ে ভাসুরকে ফাঁসাতে গিয়ে আটক দুই কিশোরী
নিজস্ব প্রতিবেদক ॥ ইয়াবা ও ফেন্সিডিল দিয়ে ভাসুরকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই বোন। বরিশাল কোতয়ালী মডেল থানার অভিযানে ওই দুই কিশোরী গ্রেফতার হয়েছেন। এসময়ে তাদের কাছ থেকে এক বোতল ফেন্সিডিল এবং ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইবোন এবং মাদক সরবারহকারী বান্ধবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ নূরুল ইসলাম। এ ঘটনা স্বীকার করেছেন ওই দুই বোন। গ্রেফতারকৃতরা হলেন, মিতু বেগম (১৮) ও সেতু বেগম (১৬)। আসামী মিতুর সাথে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মিতু ও সেতু জানিয়েছেন, বরিশাল সিটি কর্পরোরেশনের আলেকান্দা ১৪ নং ওয়ার্ডের কালুশাহ সড়ক মীরা বাড়ির পোল এলাকার মৃত শাহ আলম মহুরীর দুই ছেলে সবুজ গাজী ও নবীন গাজীর মধ্যে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। সেই সূত্রে বড় ভাই সবুজ গাজী ছোট ভাই নবীন গাজীর স্ত্রী মিতু বেগমকে (১৮) উত্যাক্ত করতো। কথা না শুনলে গালিগালাজ করতো। বিষয়টি থেকে পরিত্রাণের জন্য ছোট বোন সেতু আক্তারের সাথে আলাপ করেন মিতু। তারা দুজনে বুদ্ধি করে গালিগালাজ করার প্রতিশোধ নিতে ইয়াবা ও ফেন্সিডিল দিয়ে ফাঁসিয়ে দিবে সবুজ গাজীকে। সে অনুসারে সেতু সেতু তার বান্ধবীর কাছ থেকে একবোতল ফেন্সিডিল এবং ৬ পিস ইয়াবা সংগ্রহ করে গত শনিবার ০৮ আগস্ট বিকেলে সবুজ গাজীর বাসার পাশে পরিত্যাক্ত আলনার নিচে ফেলে রাখে। অভিযান পরিচালনার দায়িত্ব থাকা এসআই ফিরোজ আল মামুন জানান, মোবাইলে তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালালে আমরা মাদক খুঁজে পাই না। তখন আটককৃত দুজন দেখিয়ে দেয় মাদক কোন স্থানে রাখা আছে। বিষয়টি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করি। এসময়ে তারা স্বীকার করেন, মিতুর ভাসুরকে ফাঁসাতে এই কাজ করেছেন। ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, শনিবার বিকেলে মবোইলে একটি কল পেয়ে ফোর্স পাঠাই। সেখানে গিয়ে দেখা যায় যার ঘরের পাশে রাখা তিনি মাদকের সাথে সম্পৃক্ত নন। মূলত প্রতিশোধ নিতে দুই কিশোরী মাদক দিয়ে ফাঁসাতে চেয়েছেন। ওই দুই কিশোরীর কাছে যে মাদক এনে দিয়েছে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। গ্রেফতারকৃত কিশোরী সেতু আক্তার জানিয়েছেন, সবুজ আমাকেও খারাপ প্রস্তাব দিত। গালিগালাজ করতো। আমার বোনকে মারধর করতো। সেই নির্যাতন থেকে রক্ষা পেতে বুদ্ধি করে এই কাজ করেছি। আসলে আমি চেয়েছি, সবুজকে যেন পুলিশ নিয়ে মারে। ও যেন আমার বোনকে নির্যাতন করতে না পারে।