সারাদেশ
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
রাজশাহীর বাঘায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে স্বামী পরিচয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। এ ঘটনায় রবিবার (২৮ এপ্রিল) বিকালে বাঘা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্কুলছাত্রীর মা। এর আগে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগ উল্লেখ করা হয়, উপজেলার বাসিন্দা আমিনুল ইসলামের সঙ্গে পাশের নাটোর জেলার লালপুরের এক স্কুলছাত্রীর (১৪) সঙ্গে বন্ধুত্ব হয়। শনিবার সন্ধ্যায় ছাত্রীকে বাড়ি থেকে সাইকেলে করে নিজের বাড়িতে নিয়ে যায় আমিনুল। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এতে ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই রাতেই স্ত্রী পরিচয় দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কৌশলে পালিয়ে যায় ওই যুবক।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাবিলা আক্তার বলেন, ‘তাদের মধ্যে প্রকৃত সম্পর্ক কী সেটা আমাদের জানা নেই। তবে রোগী ভর্তির নিবন্ধনে আমিনুল ইসলাম ওই মেয়ের স্বামী পরিচয়ে তাকে ভর্তি করেছে। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরই ওই যুবক পালিয়ে যায়।’
ছাত্রীর মায়ের লিখিত অভিযোগ পেয়েছি জানিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে রাজশাহী ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হবে।’