বরিশাল
দ্রব্য মূল্য কমানোর দাবিতে বরিশালে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে পৃথক মানববন্ধন করেছে বিএনপি এবং সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আ. ছালাম রাঢ়ি, সহসভাপতি এসএম মোখলেচুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক মন্টু খান, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক জাহেদুল আনোয়ার ও কোতয়ালী যুবদল সভাপতি কবির হোসেন প্রমুখ।
অপরদিকে একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এক মানববন্ধন করে জেলা স্বেচ্ছাসেবক দল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আউয়ালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, আখতারুজ্জামান সাব্বির, রবিউল আওয়াল শাহিন, মাহমুদ খান, মিজানুর রহমান মিজান, সাইদুর রহমান মিলন ও জাহেদুর রহমান পান্না প্রমুখ।