বরিশাল
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে অর্ধদিবস হরতাল পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল সফল করতে সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর কাকলীর মোড়, জেলখানার মোড়, লঞ্চঘাট, নথুল্লাবাদ, রূপাতলী, কালিজিরা ও চৌমাথাসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করা হয়।
বাসদসহ বাম জোটের নেতাকর্মীরা সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান করলেও হরতালে নগরীতে গাড়ি চলাচল ছিল খুবই সীমিত। বেশিরভাগ শ্রমিক দ্রব্যমূল্য কমানোর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে গাড়ি নিয়ে রাস্তায় নামেনি। তবে কিছু কিছু গাড়ি চলাচল করলেও হরতালের কথা শুনে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে সংহতি জানায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আইনজীবী ও পেশাজীবি মানুষেরা হরতালে সমর্থন দিয়ে পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছেছেন। নগরীর সদর রোডের প্রায় সমস্ত দোকান ১২টার পরে খুলেছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে অর্ধদিবস হরতাল সফল করায় বরিশালবাসীকে শুভেচ্ছা জানান। জনগনের এহেন স্বতঃস্ফূর্ত সমর্থন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে জনমতের প্রতিফলনের একটি ঐতিহাসিক দৃষ্টান্তের জায়গায় নিয়ে গিয়েছে বলে জানান তারা। এসময় ১৬ জন নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন। একইসাথে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালে হামলা ও পুলিশী বাধার নিন্দা জানান তারা।
এদিকে হরতালের সমর্থনে খুলনায় বাসদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টুসহ ৭ জন গ্রেফতার করা হয়েছে। ঢাকায় ডাঃ রুবেলসহ ৪ জন এবং গাইবান্ধায় ৩ জনসহ সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ১৬ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।