দৌলতখান
দৌলতখানে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিজয় চন্দ্র মজুমদার
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার দৌলতখান উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বিজয় চন্দ্র মজুমদার। প্রাথমিক শিক্ষা পদক -২০২২ উপলক্ষে প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ঘোষণা করেন উপজেলা বাছাই কমিটি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বিজয় চন্দ্র মজুমদার উপজেলার ৩৯ নং ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালে ৩৬তম বিসিএস নন- ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রধান শিক্ষক পদে যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে তাঁর ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করছেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।