দৌলতখান
দৌলতখানে মাস্কবিহীনঘোরাঘুরি ॥ ৬ জনের জরিমানা
ভোলা প্রতিনিধি ॥ ভোলার দৌলতখানে মাস্ক না পড়ায় অভিযান চালিয়ে ৬জনকে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে পৌরশহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন। তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান না মানায় দৌলতখান পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে জরিমানা করা হয়েছে।
অপরাধ অনুযায়ী ছয় জনকে বিভিন্ন ধরণের জরিমানা করা হয়। সব মিলিয়ে ৩ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক পরা নিশ্চিত করতে প্রতিদিন এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। সেখানে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।