দৌলতখান
দৌলতখানে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বড় আকারের নিষিদ্ধ বাধা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। সোমবার রাত আটটায় উপজেলার রাধাবল্লভ এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জাল উপজেলার স্লুইজগেইট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, দৌলতখানের মেঘনা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন সংবাদ পেয়ে থানা-পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে বড় আকারের নিষিদ্ধ বাধা জাল জব্দ করা হয়। এসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে মাছের প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় দৌলতখান থানার উপ-পরিদর্শক(এসআই) আবু হানিফ ফোর্স সহ উপস্থিত ছিলেন।