বরিশাল
দোয়া মোনাজাতের মাধ্যমে মঈন জমাদ্দারের নির্বাচনী প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক।।
দিন ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী বছরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনার অনেকেই জানান দিচ্ছেন। জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচার হিসেবে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন যুবলীগ নেতা নাজমুল হাসান মঈন। মঈন জমাদ্দার ছাত্র রাজনীতি থেকে রাজপথে দলের কাজ করে আসছেন। চরামদ্দি মুগা-খান জামে মসজিদে দোয়া মোনাজাতের শেষে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কালে মঈন বলেন আমার নেতা বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইর প্রতি আমি কৃতঞ্জ। তিনি আরও বলেন আজ আমি রাজনীতিতে যতটুকু আসছি সবই সাদিক আবদুল্লাহ ভাইর জন্য। মঈন ইউনিয়নের সটিখোলা মজিবর জোমাদ্দারের বড় ছেলে। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জমাদ্দার, আলাউদ্দিন মানিক, রোকন সিকদার, যুবলীগ নেতা মামুনসহ কয়েক শতাধিক এলাকাবাসী।