বরিশাল
দোয়া মোনাজাতের মাধ্যমে বিএনপি’র মেয়র প্রার্থীর প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী জিয়াউদ্দিন সুজন দোয়া মোনাজাতের মাধ্যমে তার নির্বাচনী প্রচার- প্রচারণা শুরু করেন। মঙ্গলবার সকালে তার নিজ ওয়ার্ড কালিকাপুর সিটিসেল টাওয়ার এলাকা থেকে এই প্রচার অভিযান শুরু হয়।
ধানের শীষের মেয়র প্রার্থীর এই প্রচার অভিযানে অংশ নেন, মেহেন্দিগঞ্জ থানা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, থানা বিএনপির যুগ্ম-সম্পাদক সিহাব আহাম্মেদ সেলিম, বিএনপি নেতা আলামিন জমাদ্দার, বাকের হোসেন, মো. শামীম, আলমগীর চৌকিদার, যুবনেতা ও কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান হাওলাদার, রিয়াজ উদ্দিন খোকা, কামরুল ইসলাম, মাকসুদুর রহমান মুকুল, মুরাদ রহমান খান, ছাত্রদল নেতা মুরাদ হাওলাদারসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।