বরিশাল
দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলো পুনাক
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মহামারিতে অসহায় ও দুঃস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল শনিবার দুপুর ১২টায় বরিশাল পুলিশ লাইন্স এলাকায় পুনাকের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের সামনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুনাকের সভানেত্রী সভানেত্রী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সহধর্মিনী আফরোজা পারভীন। এ সময় তিনি ‘পুনাক’ সবসময়ই সুবিধা বঞ্চিত নারীদের পাশে আছে ও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পুনাক বিএমপির সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম, দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত নাজ সিদ্দিক, উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, পুনাক সদস্য তাহমিনা এনি। এতে আরও উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, সহকারী কমিশনার মো. মাসুদ রানাসহ অন্যান্য সদস্যরা। ত্রাণ বিতরণ শেষে নগরের রুপাতলী এলাকায় নির্মাণাধীন বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেন পুনাকের সভানেত্রী আফরোজা পারভীনসহ সংশ্লিষ্টরা। যেখানে কাঁঠাল, আমড়া ও বিভিন্ন জাতের আমের চারাগাছ রোপণ করা হয়। এসময় পুনাক সভানেত্রী আফরোজা পারভীন জানান, জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে পুনাক নানা কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের দেশকে সবুজ শ্যামল রূপ দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। অনুষ্ঠানে পুনাক নেতাদের বাইরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর দফতর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-কমিশনার খান মুহাম্মদ আবু নাসেরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।