চরফ্যাশন
দুর্গম অঞ্চলে “পিএইচডি”র স্যাটেলাইট ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক॥ সুখী সমৃদ্ধ বাংলাদেশ পরিকল্পিত পরিবার গড়ে তোলার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর সহযোগিতায় দূরবর্তী (দুর্গম) অঞ্চল চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে স্যাটেলাইট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্যাটেলাইট ক্যাম্পে উপস্থিত ছিলেন আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চরফ্যাশন, ভোলা, ডাঃ তারেক আহমেদ শাওন, মেডিকেল অফিসার, মা ও শিশু স্বাস্থ্য, চরফ্যাশন, ভোলা, মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, মোঃ ইউনুস মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক।
স্যাটেলাইট ক্যাম্পটি সকাল ১০.০০ টায় শুরু হয়ে বিকাল ৩.০০ টা পর্যন্ত দূরবর্তী দুর্গম অঞ্চলে পরিবার পরিকল্পনা দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি যেমন (ভ্যাসেকটমি টিউবেকটমি) মহিলাদের দীর্ঘমেয়াদী পদ্ধতি ইমপ্ল্যান্ট , অস্থায়ী পদ্ধতি কনডম, বড়ি, এছাড়াও গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ববর্তী সেবা (এএনসি), প্রসব পরবর্তী সেবা (পিএনসি), মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ, শিশুদের স্বাস্থ্য সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু সালেহ মোহাম্মদ ফোরকান উদ্দিন বলেন, স্থায়ী পদ্ধতি গ্রহনেচ্ছুক মহিলা ও পুরুষদের তাদের কাঙ্ক্ষিত সেবাটি পৌঁছে দেওয়াই ছিল এ ধরনের আয়োজন এর উদ্দেশ্য। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী পরিবার প্রতি সন্তান সংখ্যা দুজন এবং ক্রমান্বয়ে তা স্থিতিশীল পর্যায়ে পৌঁছাতে পরিবার পরিকল্পনার এর কার্যক্রম চলমান থাকবে।