বরিশাল
দুই মাসের তুলনায় দ্বিগুণেরও বেশী
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগরীতে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। গতকাল বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে নগরীর বটতলা এলাকার ৯২ বছর বয়স্ক এক বৃদ্ধ করোনা সংক্রমণে মারা গেছেন। তাকে নিজ বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে দাফন করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে বরিশাল মহানগরীতে মৃত্যুর সংখ্যা ৪০ অতিক্রম করল। মহানগরী সহ জেলায় মৃতের মোট সংখ্যাটা এখন ৮০। আর দক্ষিণাঞ্চলে সর্বমোট মারা গেছেন ১৮৯ জন।
এ নিয়ে ডিসেম্বরের প্রথম ৯ দিনে দক্ষিণাঞ্চলে ৪ জনের মৃত্যু হল করোনা সংক্রমণে। অথচ নভেম্বরে একই সময়ে এ অঞ্চলে ১ জন ও অক্টোবরে দুজেনর মৃত্যু হয়েছিল। দক্ষিণাঞ্চলে এখনো মৃত্যু হার ১.৮৯%। গতকাল বুধবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘণ্টায় মহানগরীতে ২৪ জন সহ দক্ষিণাঞ্চলে মোট ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে সরকারীভাবে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৯১ জন। যার মধ্যে মহানগরীতেই আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজারেরও বেশী। আর এ সময়ে ৬৮ জন সহ স্বাস্থ্য অধিদপ্তরের অনুমিত হিসেব অনুযায়ী মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ১৯২ জন। সুস্থতার হার ৯২ %। সমগ্র দক্ষিণাঞ্চলের মধ্যে এখনো করোনা সংক্রমন ও মৃত্যুর তালিকায় বরিশাল মহানগরীই শীর্ষে রয়েছে।
এ নগরীতে দক্ষিণাঞ্চলের মোট জনসংখ্যার মাত্র ৬% লোকের বাস হলেও করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৪০%। আর মৃতের সংখ্যাও এ নগরীতে প্রায় ৩০%। গোট নগরীতে স্বাস্থ্য বিধি অনুসরণে তেমন কোন আগ্রহ চোখে পড়ছে না। গত দিন পনের যাবত নগরীতে ভ্রাম্যমান আদালত কিছু অভিযান পরিচালনা করলেও করোনা ভাইরাস প্রতিরোধে নগরবাসীর মধ্যে খুব বেশী সতর্কতা ও আগ্রহ লক্ষণীয় নয়। স্বাস্থ্য অধিদপ্তরের মতে গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৪৭৬ জনের সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস শনাক্তের কাজটি বরিশাল ছাড়াও ঢাকার প্রাণি সম্পদ গবেষণা কেন্দ্রের পিসিআর ল্যাবে করা হয়েছে। এ সময়ে ৬১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে গড় শনাক্তের হার ছিল ১৬.৩৮%। শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি সচল হওয়ায় নমুনা পরীক্ষায় কিছুটা গতি ফিরলেও ভোলার ল্যাবটি এখনো সচল হয়নি। ওই দ্বীপ জেলার প্রত্যন্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে তা বরিশালে পাঠিয়ে পরীক্ষা করানো অত্যন্ত দুরূহ। এদিকে গতকাল বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭ জন চিকিৎসাধীণ থাকলেও আইসোলেশনে রোগী ছিলেন ৪৪ জন।
একই সাথে আইসিইউ’তে চিকিৎসাধীণ ছিলেন আরো ৯ জন। গতকাল বুধবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যার জেলাওয়ারী পরিসংখ্যান , বরিশালে গত ৪৮ ঘন্টায় ২৮ জন সহ মোট ৪ হাজার ৫০৯ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৮০ জন। পটুয়াখালীতে এ সময়ে নতুন ১০ জন সহ মোট আক্রান্ত ১ হাজার ৬২৫, মৃত্যু হয়েছে ৩০ জনের। পিরোজপুরেও একজন সহ মোট ১ হাজার ১৪১ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ২৪ জন। বরগুনাতে ৪৮ ঘন্টায় দুজন সহ মোট আক্রান্ত ১ হাজার ৭, মৃত্যু হয়েছে ১৯ জনের। ভোলাতেও ৪ জন সহ মোট ৯১১ আক্রান্তের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। আর ঝালকাঠীতে ৪৮ ঘন্টায় ৩ জন সহ এ পর্যন্ত ৭৯৮ জন আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।