বরিশাল
দিপালী উৎসব নির্বিঘ্ন করতে বিএমপি’র সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৩ অক্টোবর বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দিপালী উৎসব। এই উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সংশ্লিষ্টদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
মেট্রো পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের, এনএসআই, ডিজিএফআই, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার মহাশ্মশান এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের জন্য মহাশ্মশান কমিটিকে বিশেষভাবে অনুরোধ করেন। শ্মশান দিপালী উৎসবের সময় মহাশ্মশান এলাকা নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া এবং ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাঁজানোর কথা বলেন তিনি। যে কোন সন্দেহজনক কিছু চোখে পড়লে সাথে সাথে রাষ্ট্রীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে তথ্য দেয়ার আহ্বান জানান পুলিশ কমিশনার।