বরিশাল
দাঁড়িয়ালে জমি জমার বিরোধে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জমিজমার বিরোধে একজনকে কুপিয়ে যখম করেছে। ঘটনাটি উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিন কাজলাকাঠি গ্রামের রফিক মাওলানার সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছে কাজলাকাঠি গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে ওবায়দুলের সাথে।
সেই ঘটনার সূত্র ধরে (১৫জানুয়ারি) সোমবার সন্ধ্যায় কাজলাকাঠি বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ওবায়দুলের উপর হামলা চালায় রফিক মাওলানার ছেলে আতিকসহ ১০/১২ জন।
ওবায়দুল বলেন, সোমবার সন্ধ্যায় কাজলাকাঠি বাজার থেকে বাড়ি যাওয়ার সময় বাজেরর দক্ষিণ পাশে বসে আমাকে আতিক ও তার সাথে ১০/১২জনে হামলা করে।
হামলার সময় ওবায়দুলের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওবায়দুল শেবাচিম হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছে।
ওবায়দুলের ভাই বলেন, রফিক মাওলানার সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ আছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে একা পেয়ে দেশিও অস্ত্র দিয়ে হামলা করেছে তার ছেলে ও ভারাটে সন্ত্রাসীরা। হামলায় ওবায়দুলের শরীরের কয়েক জায়গায় কোপের জখম হয়েছে।
এঘটনায় বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওবায়দুল।
ঘটনার বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।