বরিশাল
দাঁড়িয়ালে ছাত্রলীগ নেতাকে নিয়ে অপপ্রচার
নিজস্ব প্রতিবেদক।।
বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াজ হাওলাদারকে নিয়ে অপপ্রচারে নেমেছেন একটি পক্ষ। বাল্যবিবাহ করলেন ছাত্রলীগ সভাপতি শিরোনামে একটি ভুঁইফোর অনলাইনে সংবাদ প্রকাশ করেছেন যা সম্পুর্ণ ভীত্তিহিন ও মিথ্যাছার বলে আখ্যায়িত করেছেন ছাত্রলীগ সভাপতি রিয়াজ হাওলাদার। তার বক্তব্য হলো ছেলে মেয়ে প্রাপ্ত বয়স হওয়ায় পারিবারিক ভাবে মেয়েকে আংটি পরানো হয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। তার এ-ই আংটি পরানো অনুষ্ঠানকে নিয়ে একটি পক্ষ গুজব ছড়ায় যাতে রাজনৈতিক ভাবে হেয় করা যায়। এ বিষয় রিয়াজ হাওলাদার বলেন বাকেরগঞ্জ উপজেলায় খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের পূর্ব পুরষ থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত, কতিপয় নব্য আওয়ামীলীগ আমার রাজনীতির হিংসে পরায়ন হয়ে এ-ই সমস্থ গুজব ছড়াচ্ছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।