বরিশাল
দাঁড়িয়ালে জোরপূর্বক জমি দখল মামলার গ্যারাকলে ভুক্তভোগীরা
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নে জমি ক্রয় করে মামলার গ্যারাকলে পড়েছেন ভুক্তভোগীরা।
ঘটনা সূত্রে জানা যায়, ইউনিয়নের কোষাবড় মৌজার আট শতাংশ জায়গা ক্রয় করেন জুলফিকার আলি খানের ছেলে মুরাদ হোসেন খান, জাকির হোসেন খানের স্ত্রী আকলিমা বেগম ও রুস্তম আলী ফকিরের ছেলে বাবুল ফকির।
ভুক্তভোগী মুরাদ খান বলেন, ২০১৭ সালে রাইচরন মুচির ছেলে বাবুল মুচি ও রমেশ মুচির কাছ থেকে তিনজনে আট শতাংশ জায়গা ক্রয় করি।
তবে জায়গা ক্রয়ের এতবছর পার হলেও জমির ভোগদখল করতে পারতেছেন না তারা।
আরেক ভুক্তভোগী বাবুল ফকির বলেন, একই এলাকার কালিচরন মুচির তিন ছেলে গঙ্গা, কার্তিক ও হিরা মুচি আমাদের ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করছেন।
যেকারনে আমরা জায়গার ভোগদখলে যেতে পারছিনা।
উল্টো বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছেন এরা।
খোঁজখবর নিয়ে জানা যায়, রাইচরন মুচির ভাইর তিন মেয়ে শেফালি, বিপনি ও ডলি। এদের জমি অবৈধভাবে দখল দিয়ে আছেন কালিচরন মুচির তিন ছেলে গঙ্গা, কার্তিক ও হিরা মুচি। নিজেদের নামে জমির দলিলপত্র না থাকলেও জোরপূর্বক জমি দখল করে আছেন তারা।
শুধু তাই নয়, এই গঙ্গা, কার্তিক ও হিরা মুচি তাদের এক মাসির জায়গা ভুয়া কাগজপত্র বানিয়ে দখল করে আছে দীর্ঘদিন যাবত।
এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছেন বলেও জানান, আরেক ভুক্তভোগী জাকির হোসেনের স্ত্রী আকলিমা বেগম।
তিনি বলেন, আমরা জায়গার সঠিক কাগজপত্র দেখে ক্রয় করলেও কালিচরন মুচির তিন ছেলে অবৈধভাবে তাদের জমি দখল করে আছে। এবিষয়ে আদালতে চলমান মামলার রায়ের অপেক্ষায় ভুক্তভোগীরা।