চরফ্যাশন
দস্যুর ভয়ে সাগরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল দুই জেলের
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনে দস্যুদের হামলায় ভয়ে সাগরে ঝাঁপ দিয়ে জালে পেঁচিয়ে দুই জেলে প্রাণ হারিয়েছেন।
নিহতরা হলেন- হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) ও তার চাচা মিজান মাঝি (৪০)।
নিহতরা উভয়ে সম্পর্কে চাচা-ভাতিজা। শনিবার (২০ আগস্ট) দিনগত রাতে সাগর মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মিজান মাঝিসহ ৮-১০ জন জেলে সাগরের শিবচর সীমানায় মাছ ধরছিল। এ সময় একদল দস্যু তাদের ট্রলারে হামলার চেষ্টা করেন। দস্যুদের হামলার ভয়ে জেলে রাব্বী সাগরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেয়। উভয়ে নিজেদের ট্রলারের জালে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেন জেলেরা।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।