পটুয়াখালী
দশমিনায় এক বছরেই ফাটল কোটি টাকার আশ্রয়ণকেন্দ্রে
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দশমিনা বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়নকেন্দ্র নির্মাণের এক বছরেই চির ফাটল ধরেছে। এতে চরম ক্ষোভ আর অসন্তোস দেখা দিয়েছে বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দশমিনা বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। ভবনটির নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় পটুয়াখালীর এসএম আবুল কালাম আজাদ, মুসলিমপাড়া পটুয়াখালী নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। গত বছর ১৬ অক্টোবর নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্টদের কাছে বিদ্যালয়ের ভবনটি হস্তান্তর করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ভবনটি হস্তান্তরের এক বছর পর ভবনটির সামনে এবং পেছনের দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তরায় চির ফাটল দেখা দেয়। দেয়ালের বিভিন্ন জায়গার পলেস্তরার চির ফাটল দেখা দিলে তড়িঘড়ি করে ঢাকতে ঘষামাজার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, দেয়ালের বিভিন্ন অংশের পলেস্তরার চির ফাটল দেখা দিয়েছে। ফ্লোরের দু এক জায়গায় ফাটল ধরেছে। বালুটা বেশি ভালো ছিলনা। গ্রেট ভিমের নিচে ও ওপরে পলেস্তরা চির ফাটল ধরেছে। এ বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) মো. রবিউল হোসেন, আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ ভিজিট করেছেন। ওনারা রিপোর্ট পাঠাবেন।