৩রা সেপ্টেম্বর, ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    পানির বিশুদ্ধতা পরীক্ষার ল্যাব বন্ধ

    দক্ষিণাঞ্চলে বাড়ছে পানিবাহিত রোগ, ঝুঁকিতে কোটি মানুষ

    আল-আমিন | ৯:০৪ মিনিট, ডিসেম্বর ০৫ ২০২৪

    বরিশাল নগরীর রূপাতলী এলাকার আহম্মেদ মোল্লা সড়কের বাসিন্দা শামীম হোসেন তার পনেরো বছর বয়সী ছেলেকে নিয়ে তিন দিন ধরে হাসপাতালে আছেন। ছেলের বমি ও পাতলা পায়খানা কমছে না কিছুতেই। চিকিৎসকরা জানিয়েছেন, দূষিত পানি পান করায় পেটে ব্যাকটেরিয়া ঢুকে পড়েছে। নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ দেন তারা।

    শামীম বলেন, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় পরিবারের সবাই মিলে রূপাতলীর একটি রেস্তোরাঁয় নাশতা করি। সেখানে গ্লাসে দেওয়া পানি পান করি। এরপর থেকে ঘরের তিনজনেরই পেটে ব্যথা। আমি আর আমার স্ত্রীর বেশি কিছু না হলেও ছেলেটা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

    শামীম হোসেনের দেওয়া তথ্যে যোগাযোগ করা হয় সেই রেস্তোরাঁয়। রেস্তোরাঁর ব্যবস্থাপক বলেন, সাবমারসিবল পাম্প দিয়ে মাটির গভীরের পানি তুলে খাবারের জন্য রাখা হয়। সেই পানিই ট্যাংকিতে জমিয়ে ব্যবহার করা হয় প্লেট-গ্লাস ধোয়ায়। পানিতে সাধারণত সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু হতেও পারে।

    পানিতে বিষাক্ত কিছু মিশে যাচ্ছে কি না কিংবা ব্যাকটেরিয়া আছে কি না তা জানার জন্য তাদের কাছে কোনো উপায় নেই স্বীকার করে তিনি বলেন, কয়েক বছর আগে সিটি করপোরেশনের লোক এসে হোটেলের পানি নিয়ে পরীক্ষা করতেন। এখন তারা আসেন না, আমাদেরও যাওয়া হয় না। দূষিত পানি খেলেও আমাদের করার কিছু নেই।

    শামীম হোসেনের তথ্যের সত্যতা পাওয়া গেল অন্যসব খাবারের হোটেলে। নগরীতে ব্যবসা পরিচালনা করা এমন তিন হাজারের বেশি হোটেল-রেস্তোরাঁ তাদের ভোক্তাদের বিষাক্ত নাকি বিশুদ্ধ পানি দিচ্ছেন তা কেউ জানেন না। বাসাবাড়িতে সরবরাহকৃত পানিও পরিশোধিত কি না তা জানারও কোনো উপায় নেই। শুধু যে বরিশাল শহর তা নয়, বিভাগের সবগুলো জেলা-উপজেলা শহরেরও একই অবস্থা।

    বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে পানির গুণগত মান পরীক্ষার একমাত্র ল্যাবটি তিন বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় এমন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিভাগের প্রায় ১ কোটি মানুষ।

    বরিশাল শহরের বাসিন্দা জাকির হোসেন নামে এক ব্যক্তি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে শহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা বাসাবাড়িতে সরবরাহকৃত পানির স্যাম্পল কালেকশন করে তা পরীক্ষা করে দেখা উচিত। পানি ভালো আছে কি না, পানিতে জীবাণু মিশল কি না। কিন্তু গত ১০ বছরেও আমি দেখিনি সিটি করপোরেশন কোনো প্রতিষ্ঠানের পানি সংগ্রহ করে পরীক্ষা করেছে।

    নগরীর বাংলাবাজার এলাকার বাসিন্দা নূরুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের লাইনের পানি গায়ে লাগলে চুলকায়। এই পানিই অনেকে রান্নাবান্না বা খাবারের জন্য নেয়। আমি মনে করি, সিটি করপোরেশন পরীক্ষা না করে যে পানি দিচ্ছে তাতেই পানিবাহিত রোগ ছড়াচ্ছে। এর প্রধান কারণ পানির গুণগত মান পরীক্ষা করে না দেখা। পানি বিশুদ্ধ অবস্থায় উত্তোলন হলেও পরবর্তীতে যে পাইপের মাধ্যমে যাচ্ছে বা যে ট্যাংকিতে রাখা হচ্ছে সেখানে দূষিত হচ্ছে কি না সেটিও দেখা উচিত।

    তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের মতো একটি বড় প্রতিষ্ঠান পানি পরীক্ষা বন্ধ রেখেছে, জেলা শহর বা পৌরসভাগুলো পানি পরীক্ষা করাবে এটা তো অকল্পনীয়। তার ওপরে পরিবেশ অধিদপ্তরের ল্যাব বন্ধ। অর্থাৎ বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় ১ কোটি মানুষ দূষিত পানি খেলেও কেউ তা দেখবে না। আমরা মারাত্মক ঝুঁকিতে আছি।

    বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল অবশ্য পানি পরীক্ষার বিষয়টিকে বড় করে দেখছেন না। তিনি বলছেন, বর্তমানে পানি পরীক্ষার কার্যক্রমের চেয়েও বড় কার্যক্রম চলছে। এই কর্মকর্তা বলেন, শহরের আমানতগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি চালুর উদ্যোগ গ্রহণ করেছেন প্রশাসক স্যার। সেটি চালু হলে দূষিত পানি সরবরাহের আর কোনো সুযোগ থাকবে না। তা ছাড়া বর্তমানেও ২৯টি প্রডাকশন টিউবওয়েলের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

    সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন বস্তি এলাকায় খোঁজ নিচ্ছি এবং ডার্মাটোলজিস্টের কাছ থেকে জানতে পেরেছি, পানিবাহিত রোগ বেড়েছে। এই অবস্থায় পানি পরিশুদ্ধ করার কাজ চলছে।

    শুধু সিটি করপোরেশন এলাকায় নয়, জেলা সদরগুলোতেও পানিবাহিত রোগের প্রার্দুভাব বেড়েছে। বিশেষ করে বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে ফি বছর আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, দূষিত পানি পান করলে সাধারণত টাইফয়েড, কলেরা, আমাশয়, হেপাটাইটিস, গিয়ার্ডিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়। পটুয়াখালীতে বড় একটি সমস্যা দেখা দিয়েছে, সেখানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। এজন্য মানুষ দূষিত পানি পান করছে বিভিন্ন উৎস থেকে। তারা পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

    এই চিকিৎসক মনে করেন, দৈবচয়নভিত্তিক হলেও বিভিন্ন উৎসের পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করে দেখা উচিত।

    ভোলা জেলা সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম বলেন, সাধারণত শুষ্ক মৌসুমে পানিবাহিত রোগের প্রকোপ উপকূলীয় অঞ্চলে বেশি থাকে। শীতের সময়ে শিশুদের ডায়রিয়া বেশি হয়। অন্যান্য পানিবাহিত রোগের মাত্রা কিছুটা বেশি থাকে চরাঞ্চলে। এর প্রধান কারণ, ওইসব অঞ্চলের মানুষ নদী ও খালের পানি পান করেন। তারা দূষিত নাকি বিশুদ্ধ পানি পান করছেন তা জানেন না।

    সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশালের সভাপতি টুনু রাণী কর্মকার বলেন, এটি দুঃখজনক ব্যাপার যে পানির মতো স্পর্শকাতর একটি মৌলিক চাহিদার বিষয়ে সিটি করপোরেশন উদাসীন। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য নগর কর্তৃপক্ষ তৎপর থাকার কথা। কিন্তু ল্যাব বন্ধ, এজন্য পানি পরীক্ষা বন্ধ থাকবে এটি যৌক্তিক নয়। প্রয়োজনে অন্য কোনো ল্যাবে নিয়ে পরীক্ষা করাতে হবে।

    তিনি আরও বলেন, সিটি করপোরেশন পানির বিল তো ঠিকই নিচ্ছে, তাহলে নিরাপদ পানি সরবরাহ করতে বাধা কোথায়? আমি মনে করি, পানি ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কারো অবহেলা করা উচিত নয়।

    সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন বলেন, পাকিস্তান আমলে দেখেছি রাস্তার পাশের হাইড্রেন্ট থেকে মানুষ পানি নিত। সেই পানি সরকারি উদ্যোগে পরীক্ষা করে দেখা হতো বিশুদ্ধ কি না। এখন তো মানুষ প্রকৃতির ক্ষতি করে গভীর নলকূপ দিয়ে পানি তুলছে। নগর কর্তৃপক্ষ বা সরকারি সংস্থার অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত এই পানি সুপেয় কি না। এই বিষয়ে সুশীল সমাজ, নগরবাসী, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট দফতরগুলোর আরও সচেতনতা দরকার।

    বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, পানির গুণগত মান পরীক্ষার যন্ত্রপাতি নষ্ট থাকায় ল্যাবটি বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যন্ত্রপাতিগুলো চলে আসলে অচিরেই আমরা ল্যাবটি চালু করে বরিশাল বিভাগের বিভিন্ন পয়েন্টের পানি এনে গুণগত মান পরীক্ষা শুরু করব।

    উল্লেখ্য, ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের জনসংখ্যা ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন। এই বিশাল জনসংখ্যার জন্য মাত্র একটি পানি পরীক্ষাগার আছে সেখানে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের ৬ কোটি টাকা উধাও
    • হিজলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার
    • ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদান
    • বরিশাল জিলা স্কুলের সেই ৬৫ গাছ কাটার নিলাম স্থগিত
    • বরিশাল জিলা স্কুল: ঝুঁকির অজুহাতে ৬৫ গাছ কাটার আয়োজন
    • বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি ববির শিক্ষার্থীদের
    • বরিশালে বন্ধুর ছুরিকাঘাতে মোটর মেকানিক নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
    • বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের ৬ কোটি টাকা উধাও
    • বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে
    • আরবি শিখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেপ্তার
    • নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
    • গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ এক যুবক আটক
    • লালমোহনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
    • পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন রিয়াজ
    • হিজলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার
    • ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদান
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
    •  বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের ৬ কোটি টাকা উধাও
    •  বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে
    •  আরবি শিখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেপ্তার
    •  নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
    •  উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
    •  বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের ৬ কোটি টাকা উধাও
    •  বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে
    •  আরবি শিখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেপ্তার
    •  নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত