সারাদেশ
তৃতীয় দিনেও নেভেনি সুগার মিলের আগুন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনি পরিশোধানাগারে বুধবার (৬ মার্চ) তৃতীয় দিনের মতো আগুন জ্বলেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দিনভর কাজ করেছে। তবে আগুন সম্পূর্ণ নির্বাপন করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও সীমিত পরিমাণে জ্বলছে। দু’একদিনের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপন সম্ভব হবে।
বুধবার (৬ মার্চ) দিনভর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা নানা ধরনের সরঞ্জাম নিয়ে আগুন নেভানোর কাজ করেছে। বিচ্ছিন্নভাবে গোডাউনের ভেতর আগুন জ্বলতে দেখা গেছে।
প্রতিদিনের মতো বুধবারও এস আলম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন। কারখানার ভেতর থেকে আগুনে গলে যাওয়া অপরিশোধিত চিনির তরল ট্রাকে করে কারখানা থেকে দূরের একটি মাঠে ফেলে বালু দিয়ে ঢেকে রাখা হয়। এরপরও গলিত চিনির বেশ কিছু অংশ কর্ণফুলী নদীতে পড়ে দূষণ ঘটায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, বুধবার আগুন জ্বলা অব্যাহত থাকলেও আগুন নিয়ন্ত্রণেই আছে। সীমিত পরিমাণে জ্বলতে থাকা আগুন দু’একদিনের মধ্যে নিভে যাবে বলে মনে করছি। পুড়ে গলে যাওয়া অপরিশোধিত চিনির গরম তরলের জন্য কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। জ্বলতে থাকা অপরিশোধিত চিনি দাহ্য পদার্থে পরিণত হয়েছে। এজন্য আগুন নেভাতে সময় ক্ষেপন হচ্ছে বলে মনে করছি।
গত সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। প্রথম দিন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি ওই দিন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা আগুন নেভানোর কাজে যুক্ত হয়। সোমবার রাত ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো আগুন সম্পূর্ণ নির্বাপন হয়নি।