তালতলী
তালতলী উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি
নিজস্ব প্রতিবেদক॥ নানা জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে বরগুনার তালতলী উপজেলা বিএনপির ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ অগাষ্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্য সচিব তারিকুজ্জামান টিটুর স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ কমিটিতে তালতলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হককে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে সদস্য সচিব করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, দলকে শক্তিশালী, গতিশীল এবং আন্দোলনমুখী করার লক্ষ্যে তালতলী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই জন্য উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন এ কমিটি যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবে।