তজুমদ্দিন
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক॥ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ‘করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৮মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যাল আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সুশিলনের উপজেলা ম্যানেজার এরিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল। সঞ্চালনা করেন, তথ্য অফিসার আকলিমা বেগম।