তজুমদ্দিন
তজুমদ্দিনে অ্যাম্বুলেন্স-বোরাক সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদ॥ ভোলার তজুমদ্দিনের দক্ষিণ খাশেরহাট টু মুচিবাড়ী সড়কের শাহ আলম মডেল কলেজ এলাকায় অ্যাম্বুলেন্সের সাথে অটো বোরাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে ভোলা সদরে রেফার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে আছে।
অ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ জুয়েল জানান, রাস্তার মোড়ে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, দুর্ঘটনায় গুরুতর আহত জসিমউদ্দিন (৫৫), হাবিবুল্লাহ (৬০), রিনা রানী দাস (৩৫) মাথায় আঘাত পেয়েছেন।
থানার অফিসার ইন-চার্জ এস,এম, জিয়াউল হক জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে আছে।