জাতীয়
‘ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা’
নিজস্ব প্রতিবেদক।। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, আমরা ডিসেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি। আজ রবিবার সন্ধ্যায় প্রতিবেদককে এ কথা বলেন তিনি।
নেহাল আহমেদ আরও বলেন, পরীক্ষার ফল প্রস্তুত করতে টেকনিক্যাল লোকেরা শিফটওয়াইজ ২৪ ঘণ্টাই কাজ করছে। এবারের ফল প্রকাশ হবে কম্পিউটারভিত্তিক।
তাই একটু জটিল। অনেক হিসেব-নিকাশের ব্যাপার আছে।
তিনি বলেন, ‘রেজাল্ট এখনো প্রস্তুত হয়নি। প্রস্তুত হওয়ার পর তা প্রকাশের জন্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে।
’ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হবে কিনা, এমন প্রশ্নের জবাবে নেহাল আহমেদ বলেন, ‘যদি এ সময়ের মধ্যে দিতে না পারি। তাই বলছি যে ডিসেম্বরে রেজাল্ট প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি। ’
উল্লেখ্য, করোনাভাইরাসের তাণ্ডবে স্থবির বিশ্বের প্রতিটি দেশের শিক্ষাঙ্গন। এই মহামারীর সংক্রমণে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে।
জেএসসি-জেডিসি ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এই শিক্ষার্থীদের ফল প্রকাশের ঘোষণা দিয়েছে সরকার।