লিড
ডাকাতির অভিযোগে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রিমান্ডে
রিপোর্ট দেশ জনপদ ॥ ডাকাতির অভিযোগে রাজধানীর মতিঝিল থানার মামলায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। গতকাল বুধবার (১৭ জুন) ওই থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন এই তথ্য নিন্ডিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম আসামিকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামিকে কারাগারে উপস্থিত করা হয়। এরপর শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে মতিঝিল থানা এলাকায় ডাকাতির এক কোটি ৯৫ হাজার টাকা ও অস্ত্রসহ হাতেনাতে জাহাঙ্গীর হোসেনকে আটক করে ডিবি পুলিশ।