ঝালকাঠি
টিকা প্রাপ্তির ক্ষেত্রে উন্নত দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে: আমু
নিজস্ব প্রতিবেদক ॥ ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন, মহামারী করোনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী সাধ্যমত চেষ্টা করছেন এ মহামারী থেকে মানুষকে সুস্থ রাখতে। পর্যায়ক্রমে সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। টিকা প্রাপ্তির ক্ষেত্রে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে।
রবিবার ঝালকাঠিতে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ব্যক্তিগত অর্থায়নে জেলা আওয়ামী লীগকে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি আমু। বেলা ১২টায় শহরের টাউনহলস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
৪ উপজেলা ও ২টি পৌরসভার অক্সিজেন সেবার জন্য ৬টি টিম করে দিয়েছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক মজিবুল হক আকন্দ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, শারমিন মৌসুমি কেকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক এস এম আলামিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।