ঝালকাঠি
ঝালকাঠির শাহাদাৎ মোল্লা ইয়াবাসহ র্যাবের খাচায়
নিজস্ব প্রতিবেদক ॥ ২৭০ পিস ইয়াবাসহ ঝালকাঠির নলছিটিতে শাহাদাৎ মোল্লা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ নভেম্বর) বিকেলে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকায় অভিযান চলিয়ে তাকে আটক করে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর রূপাতলীতে র্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক শাহাদাৎ মোল্লা (৩৫) উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকার মৃত মতিউর রহমান মোল্লার ছেলে। আটকের পর রোববার রাতে তাকে নলছিটি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন র্যাবে ডিএডি নূর ইসলাম। ওই মামলায় শাহাদাৎ মোল্লার সহযোগী সাঈদ খানকে আসামি করা হয়েছে।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, শাহাদাৎ মোল্লাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।