ঝালকাঠি
ঝালকাঠি সুগন্ধা নদীতে মিললো অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র মরদেহ
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার মগর ইউনিয়নের উত্তর মগর এলকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে ফোনে একজন থানায় খবর দেয় নদীতে একটি মরদেহ ভেসে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় ছিলো।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাতেই সেটি ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।