ঝালকাঠি
ঝালকাঠি বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে এক দিনমজুর বাবা-মার বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) বাড়িতে নিজ ঘরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে।
শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানান। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে।
পুলিশ জানায়, সকালে ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হয়ে যান। সেই সুযোগে একই এলাকার মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেষ্টা করে।
অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ভিকটিম কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে দুই আসামিকে।